WB Madhyamik Results 2022: "আশা করেছিলাম এক থেকে দশের মধ্যে থাকবে,'' প্রতিক্রিয়া রামহরিপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী দিব্যনিষ্ঠানন্দের

WB Madhyamik Results 2022: "আশা করেছিলাম এক থেকে দশের মধ্যে থাকবে,'' প্রতিক্রিয়া রামহরিপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী দিব্যনিষ্ঠানন্দের

 মাধ্যমিকে ৬৯৩ নম্বর পেয়ে প্রথম বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব গরাই। কোন পথে এই সাফল্য ? কীভাবে স্কুলে গড়ে তোলা হয় ছাত্রদের, তা জানালেন রামহরিপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী দিব্যনিষ্ঠানন্দ। এর পাশাপাশি অর্ণবকে নিয়ে প্রথম থেকেই তাঁরা আশাবাদী ছিলেন বলে জানান তিনি।


User: ABP Ananda

Views: 957

Uploaded: 2022-06-03

Duration: 03:29

Your Page Title