_মাধ্যমিকে প্রথম অর্ণবকে নিয়ে উচ্ছ্বাস স্কুলে

_মাধ্যমিকে প্রথম অর্ণবকে নিয়ে উচ্ছ্বাস স্কুলে

মাধ্যমিকে প্রথম বাঁকুড়ার অর্ণব ঘড়াই। বাঁকুড়া মাধ্যমিকে প্রথম স্থান অর্জনকারী অর্ণবকে নিয়ে উচ্ছ্বাস তাঁর স্কুলে। এবারের মাধ্যমিকে ৬৯৩ নম্বর পেয়ে প্রথম স্থানে অর্ণব ঘড়াই। বাঁকুড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র অর্ণব। বড় হয়ে ডাক্তার হতে চায় বাঁকুড়ার অর্নব। এবার মাধ্যমিকে প্রথম স্থানে অধিকার করেছে রাজ্যের দুজন পরীক্ষার্থী। অর্ণবের সঙ্গে যুগ্মভাবে রাজ্যে প্রথম হয়েছে বর্ধমানের রৌনক মন্ডল। তাঁদের দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯৩। অর্ণবের এই কৃতিত্বে পরিবারে খুশির হাওয়া। আনন্দে মেতেছে তার স্কুল রাম হরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুল। চলতি বছর ১৩ মার্চ শেষ হয় মাধ্যমিক পরীক্ষা। তার তিন মাস পর প্রকাশিত হল ফলাফল। এবারে মাধ্যমিকে বিভিন্ন জেলা থেকে উল্লেখযোগ্য ফলাফল করেছে বহু পরীক্ষার্থী।


User: EI Samay

Views: 21

Uploaded: 2022-06-03

Duration: 03:55

Your Page Title