J P Nadda: ২ দিনের বঙ্গ সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি, আজ সকালে বেলুড় মঠে হাজির জে পি নাড্ডা

J P Nadda: ২ দিনের বঙ্গ সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি, আজ সকালে বেলুড় মঠে হাজির জে পি নাড্ডা

বঙ্গ বিজেপিতে অসন্তোষের মধ্যেই ২ দিনের সফরে রাজ্যে জে পি নাড্ডা। সফরের শেষদিনে আজ সকালে বেলুড় মঠে যান তিনি। এরপর দুপুর ২টোয় সায়েন্স সিটিতে রাজ্যের সমস্ত মণ্ডল সভাপতিদের নিয়ে সম্মেলনে যোগ দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখান থেকে কলামন্দিরে যাবেন নাড্ডা।বিকেল সোয়া ৪টে নাগাদ কলকাতার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলাপচারিতা। এরপর সন্ধে ৬টার বিমানে দিল্লি ফিরবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। 


User: ABP Ananda

Views: 42

Uploaded: 2022-06-09

Duration: 04:37

Your Page Title