Madan Mitra: হরিণঘাটায় দলের নেতৃত্বের একাংশকে উদ্দেশ্য করে বিস্ফোরক মদন মিত্র

Madan Mitra: হরিণঘাটায় দলের নেতৃত্বের একাংশকে উদ্দেশ্য করে বিস্ফোরক মদন মিত্র

নদিয়ায় যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা নিজেদের পকেকটা বড্ড ভারী করেছেন। হরিণঘাটায় দলের নেতৃত্বের একাংশকে উদ্দেশ্য করে এই মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। হয়ত তিনি জেনেই এই কথা বলেছেন। দাবি দলেরই এক প্রাক্তন বিধায়কের। মদন মিত্রের মন্তব্যকে সমর্থন করে, তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।


User: ABP Ananda

Views: 39

Uploaded: 2022-06-10

Duration: 03:14

Your Page Title