East Burdwan: তরুণীর হাত কেটে নেওয়ার ঘটনায় গ্রেফতার আরও এক

East Burdwan: তরুণীর হাত কেটে নেওয়ার ঘটনায় গ্রেফতার আরও এক

সরকারি চাকরি পাওয়ায় তরুণীর হাত কেটে নেওয়ার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার পুলিশ। ধৃতের নাম চাঁদ মহম্মদ শেখ। সম্পর্কে রেণু খাতুনের স্বামী শের মহম্মদ শেখের মাসতুতো ভাই চাঁদ। পুলিশ সূত্রে দাবি, এই চাঁদ মহম্মদ শেখই আরও ২ জন দুষ্কৃতীকে টাকার বিনিময়ে এই কাজে যুক্ত করেছিলেন। ঘটনার পরিকল্পনাও করেছিলেন তিনি। মুর্শিদাবাদের সালার স্টেশন থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।  সরকারি চাকরি পাওয়ায় স্ত্রী রেণু খাতুনের ডান হাতের কব্জি থেকে কেটে নেওয়ার অভিযোগ ওঠে তাঁর স্বামী শের মহম্মদ শেখের বিরুদ্ধে। রেণুর স্বামী ও আরও ২ অভিযুক্তকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, চাঁদ মহম্মদ শেখ WBCS পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।   


User: ABP Ananda

Views: 704

Uploaded: 2022-06-10

Duration: 05:14

Your Page Title