Rajnath Singh: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে উদ্ধৃত করে ট্যুইট প্রতিরক্ষা মন্ত্রকের। কী লেখা ট্যুইট? Bangla News

Rajnath Singh: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে উদ্ধৃত করে ট্যুইট প্রতিরক্ষা মন্ত্রকের। কী লেখা ট্যুইট? Bangla News

দেশজুড়ে অগ্নিপথ-বিক্ষোভের জের। অগ্নিবীরদের জন্য নতুন ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রকের। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে উদ্ধৃত করে ট্যুইটে জানানো হয়েছে, ৪ বছরের মেয়াদ শেষে সেনাবাহিনীতে চাকরি না থাকলেও  অগ্নিবীর হিসেবে আজীবন পরিচয় দিতে পারবেন প্রশিক্ষিতরা। সমস্ত সরকারি চাকরিতে তাঁরা অগ্রাধিকার পাবেন। চাকরি ছাড়া অন্য কোনও জীবিকা বেছে নিলে অগ্নিবীররা তুলনামূলক কম সুদে ঋণ পাবেন। অগ্নিবীরদের প্রশিক্ষণের মেয়াদ ৬ মাসের হলেও, প্রশিক্ষণের মানের সঙ্গে সমঝোতা করা হবে না।


User: ABP Ananda

Views: 410

Uploaded: 2022-06-18

Duration: 03:02

Your Page Title