BJP MP : পঞ্চায়েত ভোটে মনোনয়নে বাধা দিলে হিসেব বুঝে নেওয়া হবে, তৃণমূলকে হুমকি বিজেপি সাংসদের

BJP MP : পঞ্চায়েত ভোটে মনোনয়নে বাধা দিলে হিসেব বুঝে নেওয়া হবে, তৃণমূলকে হুমকি বিজেপি সাংসদের

আগামী পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দিতে বাধা দিলে, হিসেব বুঝে নেওয়া হবে। কার্যত এই ভাষায় তৃণমূলকে হুমকি দিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো। শনিবার, বাঁকুড়ার ধর্মশালায় গেরুয়া শিবিরের সাংগঠনিক সভা ছিল। সেই বৈঠক থেকেই শাসকদলকে হুমকির সুর বিজেপি সাংসদের। উল্লেখ্য, এর আগে একাধিকবার তৃণমূলের বিরুদ্ধে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ তোলে বিজেপি। পায়ের তলায় মাটি খুঁজে না পেয়েই এই হুমকি, পাল্টা কটাক্ষ তৃণমূলের। 


User: ABP Ananda

Views: 816

Uploaded: 2022-06-19

Duration: 03:04

Your Page Title