Dudhkumar Mondal : প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য, দুধকুমার মণ্ডলকে শোকজের সিদ্ধান্ত রাজ্য বিজেপির

Dudhkumar Mondal : প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য, দুধকুমার মণ্ডলকে শোকজের সিদ্ধান্ত রাজ্য বিজেপির

প্রকাশ্যে দলবিরোধী মন্তব্যের জন্য দুধকুমার মণ্ডলকে শোকজের সিদ্ধান্ত রাজ্য বিজেপির। সূত্রের খবর, যত দ্রুত সম্ভব এই শোকজের চিঠি পাঠিয়ে দেওয়া হবে দুধকুমারকে। এর আগে রীতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদারকে শোকজ করে বিজেপি। চিঠির উত্তর দেওয়ার আগেই অনির্দিষ্টকালের জন্য দু’ জনকে সাসপেন্ড করা হয়। জয়প্রকাশ তৃণমূলে যোগ দিলেও, রীতেশ বিজেপিতেই আছেন। কিন্তু এখনও তাঁর সাসপেনশন জারি রেখেছে দল।


User: ABP Ananda

Views: 102

Uploaded: 2022-06-20

Duration: 06:17

Your Page Title