Mamata on Suvendu : "সরকারে থেকেও করে খাবেন, বিজেপিতেও করে খাবেন ?", নাম না করে শুভেন্দুকে আক্রমণ মমতার

Mamata on Suvendu : "সরকারে থেকেও করে খাবেন, বিজেপিতেও করে খাবেন ?", নাম না করে শুভেন্দুকে আক্রমণ মমতার

শিক্ষক নিয়োগ নিয়ে মামলায় বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী। "পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করে লাফাচ্ছে। বিজেপির এমপি-এমএলরা-ও তাহলে ছাড় পাবেন না। দাদামণি বলছে ১৭ হাজার লোকের চাকরি খাবে। লাখখানেক চাকরির মধ্যে ৫০-১০০টা কেস ভুল হতেই পারে। এই ছেলেগুলোর চাকরি চলে গেলে, যাঁদের চাকরি দাদামণি দিয়েছেন, তাঁদের কী হবে? মেদিনীপুর, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পুরুলিয়ায় যাঁদের চাকরি দিয়েছেন, তাঁদের কী হবে? পুরুলিয়ার চাকরি, মেদিনীপুরে নিয়ে গিয়েছিল, আমরা জানি। দাদামণি জবাব দেবেন? সরকারে থেকেও করে খাবেন, বিজেপিতেও করে খাবেন ?" নাম না করে শুভেন্দুকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। "কাজ করতে গেলে ভুল হয়, ভুল সংশোধনের সুযোগ দিতে হবে। সংশোধনের জন্য সাড়ে ৫ হাজার পদ সৃষ্টি করেছি। বড় বড় কথা, সিবিআই-ইডি-র ভয় দেখাচ্ছেন। এটা ত্রিপুরা নয় যে, ১০ হাজার চাকরি খেয়ে নিয়েছে। আমরা কারও চাকরি খাই না, চাকরি দিই। তোমরা কোর্টে গিয়ে চাকরি খাও, চাকরি দাও না।" বিধানসভায় অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের


User: ABP Ananda

Views: 4.7K

Uploaded: 2022-06-20

Duration: 07:45

Your Page Title