Duttapukur : দত্তপুকুরে জমি ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ, নিহতকে দলীয় নেতা বলে দাবি বিজেপি-র

Duttapukur : দত্তপুকুরে জমি ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ, নিহতকে দলীয় নেতা বলে দাবি বিজেপি-র

ভরসন্ধেয় দত্তপুকুরের খেজুরতলায় জমি ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ। নিহত মন্মথ মণ্ডলকে দলের নেতা বলে দাবি করেছে বিজেপি। যদিও ব্যবসায়িক শত্রুতাকেই খুনের কারণ বলে মনে করছে মৃতের পরিবার। স্থানীয় সূত্রে খবর, জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন মন্মথ। পরিবারের দাবি, গতকাল সন্ধেয় মোবাইলে ফোন আসায় তিনি বেরিয়ে যান। এর কিছুক্ষণ পর বাড়ি থেকে কিছুটা দূরে বছর ষাটের ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। মাথায় ও কানের নীচে ঘাড়ে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। বিজেপির দাবি, খুনের নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে। অভিযোগ অস্বীকার শাসকদলের।


User: ABP Ananda

Views: 79

Uploaded: 2022-06-28

Duration: 05:36

Your Page Title