Coochbehar Waterlogged : রাতভর বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার শহর, চরম দুর্ভোগে শহরবাসী

Coochbehar Waterlogged : রাতভর বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার শহর, চরম দুর্ভোগে শহরবাসী

রাতভর বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার শহর। সুনীতি রোড, কলাবাগান এলাকায় হাঁটু-সমান জল। এছাড়াও, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমেছে। কোথাও কোথাও বাড়িতেও জল ঢুকেছে। সব মিলিয়ে চরম দুর্ভোগে কোচবিহার শহরের বাসিন্দারা। জল জমা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বেহাল নিকাশির জন্যই প্রতিবার বর্ষায় জলে ভাসে কোচবিহার শহর, দাবি বিজেপির। প্রবল বৃষ্টির কারণে জল জমলেও, খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছে, প্রতিক্রিয়া তৃণমূল পরিচালিত কোচবিহার পুরসভার।


User: ABP Ananda

Views: 10

Uploaded: 2022-06-28

Duration: 04:41

Your Page Title