Sudipta Sen : শুভেন্দু অধিকারীর পর, এবার মুকুল রায়, অধীর চৌধুরীর নামও চিঠিতে লিখেছেন বলে দাবি করলেন সারদা কর্ণধার সুদীপ্ত সেন

Sudipta Sen : শুভেন্দু অধিকারীর পর, এবার মুকুল রায়, অধীর চৌধুরীর নামও চিঠিতে লিখেছেন বলে দাবি করলেন সারদা কর্ণধার সুদীপ্ত সেন

শুভেন্দু অধিকারীর পর, এবার মুকুল রায়, অধীর চৌধুরীর নামও চিঠিতে লিখেছেন বলে দাবি করলেন সারদা কর্ণধার সুদীপ্ত সেন। সারদা কর্তার অভিযোগ, কাঁথি পুরসভা এলাকায় শ্রমিক হাটের জন্য শুভেন্দুকে ৯০ লক্ষ টাকা দিয়েছিলেন। একবার ৫০ লক্ষ টাকাও দিয়েছিলেন। শুভেন্দু নানাভাবে টাকা নিয়েছেন। ওঁর ভাইরাও সব জানেন। দাবি সারদা কর্তা সুদীপ্ত সেনের। সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের একটি পুরনো মামলায় এদিন ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দেন সুদীপ্ত। সেখানেই শুভেন্দু অধিকারীর পাশাপাশি, মুকুল রায় ও অধীর চৌধুরীর নামও চিঠিতে লিখেছেন বলে দাবি সারদা কর্ণধারের।  


User: ABP Ananda

Views: 325

Uploaded: 2022-06-30

Duration: 04:08

Your Page Title