Mumbai Weather: বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই! ব্যাহত লোকাল ট্রেন পরিষেবায়, জারি সতর্কতা

Mumbai Weather: বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই! ব্যাহত লোকাল ট্রেন পরিষেবায়, জারি সতর্কতা

দু’দিনের বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই (Mumbai)। আন্ধেরি, বরিভেলি, সান্তাক্রুজ, বান্দ্রা, কুরলা, মুলুন্দ, দাদারের মতো বহু এলাকা জলমগ্ন। বান্দ্রার কোথাও কোথাও রাস্তার ২ ফুট ওপর দিয়ে বইছে জল। এরইমধ্যে আবহাওয়া দফতর (Weather) জোয়ারের সতর্কতা জারি করেছে। আজ দুপুর পৌনে ২টো নাগাদ জোয়ার আসার কথা। সেক্ষেত্রে জল যন্ত্রণা আরও দুর্বিষহ হতে পারে। রাস্তায় জল জমার কারণে বহু জায়গায় তীব্র যানজট হয়েছে। আবহাওয়া দফতরের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে। রেললাইনে জল জমার কারণে বিঘ্ন মুম্বইয়ের লোকাল ট্রেন (Local Train Service) পরিষেবাও।  


User: ABP Ananda

Views: 32

Uploaded: 2022-07-01

Duration: 04:40

Your Page Title