Howrah: সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে ৯ বছরের বালকের মৃত্যু, বন্ধ সুইমিং ক্লাব I Bangla News

Howrah: সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে ৯ বছরের বালকের মৃত্যু, বন্ধ সুইমিং ক্লাব I Bangla News

হাওড়ায় সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে ৯ বছরের বালকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর থেকেই বন্ধ সুইমিং ক্লাব। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। বালকের মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। শিশুদের সাঁতার শেখানোর জায়গায় জলের গভীরতা কতটা ছিল, সেখানে কোনও নজরদারি ছিল কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাস্থলে ছিল না সিসি ক্যামেরার নজরদারি। গাফিলতির অভিযোগ অস্বীকার করে প্রশিক্ষকের দাবি, বালকের অসুস্থতার কারণেই এই ঘটনা।


User: ABP Ananda

Views: 52

Uploaded: 2022-07-02

Duration: 03:14