India vs Eng Test : জাড্ডুর জাদু আর বুমরাহর ব্রহ্মাস্ত্র, এজবাস্টনে চালকের আসনে ভারত ; কী বলছেন সম্বরণ ?

India vs Eng Test : জাড্ডুর জাদু আর বুমরাহর ব্রহ্মাস্ত্র, এজবাস্টনে চালকের আসনে ভারত ; কী বলছেন সম্বরণ ?

জাড্ডুর জাদু আর বুমরাহর ব্রহ্মাস্ত্র। এই যুগলবন্দিতে এজবাস্টন টেস্টে চালকের আসনে ভারত। নির্ভীক পন্থের পর জাডেজার দুরন্ত শতরান। তারপরই ব্যাট হাতে বুম বুম বুমরাহ। যুবরাজের পর ফের বুমরাহর ব্যাটে ব্রড-বধ! স্টুয়ার্ট ব্রডের ১ ওভারে ৩৫ রান নিয়ে টেস্টে এক ওভারে সর্বাধিক রানের বিশ্বরেকর্ড গড়লেন ভারত অধিনায়ক। সঙ্গে সঙ্গে মনে করালেন যুবির ছয় ছক্কার স্মৃতি। সৌরভের প্রত্যাশা পূরণ করে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৪১৬। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জবাবে ব্যাট করতে নেমে কোনঠাসা ইংল্যান্ড। ৮৪ রানে ৫ উইকেট খুইয়েছে তারা। ব্যাটিংয়ের পর বল হাতেও বিধ্বংসী বুমরাহ। একাই নিলেন ৩ উইকেট। শামি ও সিরাজের দখলে একটি করে উইকেট।


User: ABP Ananda

Views: 14

Uploaded: 2022-07-03

Duration: 04:37

Your Page Title