Asansol News : ' শ্রমিকদের দাবিদাওয়া খতিয়ে দেখতে দুর্গাপুর শিল্পাঞ্চলেও তৈরি হবে প্রশাসনিক কমিটি '

Asansol News : ' শ্রমিকদের দাবিদাওয়া খতিয়ে দেখতে দুর্গাপুর শিল্পাঞ্চলেও তৈরি হবে প্রশাসনিক কমিটি '

নিয়োগ ও শ্রমিকদের দাবিদাওয়া খতিয়ে দেখতে আসানসোল ও দুর্গাপুর শিল্পাঞ্চলেও তৈরি হবে প্রশাসনিক কমিটি। আজ একথা জানিয়েছেন INTTUC’র রাজ্য সভাপতি। এর আগে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের হলদিয়া, কোলাঘাট ও খড়গপুর শিল্পাঞ্চলের জন্য কমিটি গড়ে দিয়েছে প্রশাসন। এ নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।


User: ABP Ananda

Views: 34

Uploaded: 2022-07-04

Duration: 03:00

Your Page Title