SSC: আদালতে দীর্ঘ লড়াই শেষে যুদ্ধজয়, স্কুলে যোগ দিলেন ববিতা সরকার

SSC: আদালতে দীর্ঘ লড়াই শেষে যুদ্ধজয়, স্কুলে যোগ দিলেন ববিতা সরকার

আদালতে দীর্ঘ লড়াই শেষে যুদ্ধজয়। স্কুলে যোগ দিলেন ববিতা সরকার। এদিন কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগ দেন ববিতা। এই স্কুলেই শিক্ষকতা করতেন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। তাঁর নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন ববিতা সরকার। আদালতের নির্দেশে অঙ্কিতা চাকরি থেকে বরখাস্ত হন। তাঁর জায়গায় এদিন স্কুলে যোগ দিলেন ববিতা সরকার।


User: ABP Ananda

Views: 488

Uploaded: 2022-07-04

Duration: 03:08

Your Page Title