Mohua Moitra : মা কালী বিতর্কে মহুয়া মৈত্রর মন্তব্য ঘিরে বিতর্ক

Mohua Moitra : মা কালী বিতর্কে মহুয়া মৈত্রর মন্তব্য ঘিরে বিতর্ক

মা কালী বিতর্কে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর মন্তব্য ঘিরে বিতর্ক। যদিও এ প্রসঙ্গে তৃণমূলের তরফে ট্যুইট করে জানানো হয়েছে, মহুয়া মৈত্রর মন্তব্য সম্পূর্ণভাবে ব্যক্তিগত এবং দল কোনওভাবে ওই মন্তব্য সমর্থন করে না। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এ ধরনের মন্তব্যের কড়া নিন্দা করছে বলেও ট্যুইট বার্তায় জানিয়েছে শাসকদল। 


User: ABP Ananda

Views: 967

Uploaded: 2022-07-06

Duration: 03:38