Narendra Modi: 'বিবেকানন্দ কালীভক্তিতে শিশুর মত হয়ে যেতেন' স্বামী আত্মস্থানন্দর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে বার্তা মোদির

Narendra Modi: 'বিবেকানন্দ কালীভক্তিতে শিশুর মত হয়ে যেতেন' স্বামী আত্মস্থানন্দর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে বার্তা মোদির

স্বামী আত্মস্থানন্দর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে ভিডিও বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ( Narendra Modi)। এদিন তিনি বলেন, ‘জীবনের শেষ সময়েও স্বামী আত্মস্থানন্দের সঙ্গে গুজরাতিতে কথা হত। গুজরাতে ভূমিকম্পের সময় প্রচুর কাজ করেছে রামকৃষ্ণ মিশন। স্বামী বিবেকানন্দ (Swami Vivekanand) কালীভক্তিতে শিশুর মত হয়ে যেতেন। স্বামী আত্মস্থানন্দের মধ্যেও আমি সেই ভাব দেখেছি। মা কালীর আশীর্বাদ নিয়ে দেশ এগিয়ে চলেছে। ডিজিটাল লেনদেন শুরুর সময় বলা হত ভারতে পরিকাঠামো নেই। কিন্তু এখন ডিজিটাল লেনদেনে ভারত বিশ্বে শীর্ষ সারিতে’। 


User: ABP Ananda

Views: 63

Uploaded: 2022-07-10

Duration: 08:49