Amarmath Yatra: অমরনাথ-বিপর্যয়ের তিনদিন পর, সন্ধান মিলল সোদপুরের পরিবারের I Bangla News

Amarmath Yatra: অমরনাথ-বিপর্যয়ের তিনদিন পর, সন্ধান মিলল সোদপুরের পরিবারের I Bangla News

অমরনাথ-বিপর্যয়ের তিনদিন পর, সন্ধান মিলল সোদপুরের উত্তর নাটাগড়ের বাসিন্দা বাবা, মা ও ছেলের। উদ্ধারের পর তাঁরা হিমাচল প্রদেশের সিমলায় রয়েছেন বলে পরিবার সূত্রে খবর। ৪ জুলাই, ব্যাঙ্ক কর্মী নারায়ণচন্দ্র দে, স্ত্রী রুমা ও ছেলে সাগরকে নিয়ে অমরনাথের উদ্দেশে রওনা দেন। বৃহস্পতিবার শেষবার পরিবারের সঙ্গে যোগাযোগ হয়। শুক্রবার বিপর্যয়ের পর থেকে যোগাযোগ করতে না পেরে ঘোলা থানায় নিখোঁজ ডায়েরি করেন আত্মীয়রা। অবশেষে আজ সকালে যোগাযোগ করা সম্ভব হয়। 


User: ABP Ananda

Views: 64

Uploaded: 2022-07-11

Duration: 03:29

Your Page Title