TMC Shahid Diwas 2022: একুশে সমাবেশে কোন কোন পথে আসবে মিছিল ? বেরোনোর আগে জানুন রুট

TMC Shahid Diwas 2022: একুশে সমাবেশে কোন কোন পথে আসবে মিছিল ? বেরোনোর আগে জানুন রুট

আজ তৃণমূলের একুশে সমাবেশ। শ্যামবাজার, হাজরা মোড়-সহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসবে ধর্মতলায়। যান চলাচল স্বাভাবিক রাখতে, মিছিলের জন্য ৮টি রুট নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ২১শে’র সকালে, সব পথ এসে মিলবে ধর্মতলায়।শহরের পথ সচল রাখতে, মিছিলের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বিভিন্ন রুট। 


User: ABP Ananda

Views: 67

Uploaded: 2022-07-21

Duration: 03:01