TMC Shahid Diwas : ধর্মতলামুখী জনস্রোত, ট্রেনে-বাসে-লঞ্চে-পায়ে হেঁটে ঢুকছেন কর্মী-সমর্থকরা

TMC Shahid Diwas : ধর্মতলামুখী জনস্রোত, ট্রেনে-বাসে-লঞ্চে-পায়ে হেঁটে ঢুকছেন কর্মী-সমর্থকরা

বেন্টিঙ্ক স্ট্রিট দিয়ে ধর্মতলায় ঢুকবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৈরি হয়েছে VVIP গেট। বন্ধ করে দেওয়া হয়েছে বেন্টিঙ্ক স্ট্রিট। রাস্তায় গার্ড রেল বসিয়ে ব্যারিকেড করা হয়েছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। তৃণমূলের স্বেচ্ছাসেবক ও পুলিশ ছাড়া কাউকেই ঘেঁষতে দেওয়া হচ্ছে না। দেখাতে হচ্ছে সচিত্র পরিচয়পত্র। 


User: ABP Ananda

Views: 1.1K

Uploaded: 2022-07-21

Duration: 03:09

Your Page Title