গেলেন কোথায় সরকারি কর্মচারীরা?

গেলেন কোথায় সরকারি কর্মচারীরা?

তৃণমূলের শহিদ দিবস। কিন্তু তার কোপ সরকারি দফতরগুলিতে। এ যেন অঘোষিত ছুটি। সল্টলেকের বিকাশ ভবন, জল সম্পদ ভবন থেকে পূর্ত ভবন বা বিধাননগর এমপি এমএলএ আদালত। সকাল থেকে হাজিরার হার খুবই কম অন্যান্য দিনের তুলনায়। কর্মচারীরা জানালেন, কাজে যোগদান করেই তাঁরা সমাবেশে যোগ দিতে যাবেন।


User: Calcutta News

Views: 0

Uploaded: 2022-07-22

Duration: 02:30