Soumitra on Partha : 'নেত্রীর নির্দেশেই চুরি করেছেন পার্থ', আক্রমণে সৌমিত্র

Soumitra on Partha : 'নেত্রীর নির্দেশেই চুরি করেছেন পার্থ', আক্রমণে সৌমিত্র

এবার অর্পিতা মুখোপাধ্যায়ের গাড়ি চালকের হদিশ। তাঁকে নিয়োগ করেন খোদ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দাবি চালকের। অর্পিতার গাড়িচালক প্রণব ভট্টাচার্যর দাবি, ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে আসা-যাওয়া ছিল পার্থর কর্মচারীদের। কয়েকমাস আগে মা, বোন, ভগ্নিপতিকে নিয়ে শান্তিনিকেতনের অপায় ঘুরতে যান অর্পিতা। গাড়ি চালকের দাবি, ভগ্নিপতি কল্যাণ ধরই অর্পিতার ব্যবসা সামলাতেন। পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ি ও বেহালা ম্যান্টনের বিধায়কের জনসংযোগ কার্যালয়েও মাঝেমাঝে যেতেন অর্পিতা। ছেড়ে দিতেন গাড়ি। প্রথমে বুঝতে না পারলেও পরে পার্থর সঙ্গে অর্পিতার ঘনিষ্ঠতা টের পান গাড়িচালক। চালক জানিয়েছেন, অর্পিতার সংগ্রহে ছিল মার্সিডিজ বেঞ্জ, মিনি কুপার, হন্ডা সিটি, মাহিন্দ্রার আলটুরাজের মতো দামী, বিলাসবহুল গাড়ি। চালকের দাবি, মাসতিনেক আগে আদালতে পার্থর সম্পত্তি নিয়ে হই-চই শুরু হতেই গ্যারাজ থেকে উধাও হয়ে যায় মার্সিডিজ ও মিনি কুপার। 


User: ABP Ananda

Views: 420

Uploaded: 2022-07-30

Duration: 17:26

Your Page Title