Arpita Mukherjee: জিএসটি নম্বর নিয়েও কারচুপি অর্পিতার? Bangla News

Arpita Mukherjee: জিএসটি নম্বর নিয়েও কারচুপি অর্পিতার? Bangla News

ফ্ল্যাট থেকে টাকা, সোনা উদ্ধারের পর, এবার GST নম্বর কারচুপির অভিযোগ উঠল অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, একটি GST নম্বর অর্পিতার নেল আর্ট পার্লারের ব্যবসার। ইডি-র দাবি, আরেকটি GST নম্বরে এখনও পর্যন্ত কোনও ব্যবসার হদিশ মেলেনি। আর এই GST নম্বর নিয়েই সন্দেহ ঘনীভূত হয়েছে। ওই GST নম্বর অর্পিতা কীভাবে পেলেন, তা এখনও স্পষ্ট নয়। রাজস্ব ফাঁকি দিতে GST নম্বর কারচুপি করা হয়েছে কিনা, খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।


User: ABP Ananda

Views: 235

Uploaded: 2022-07-31

Duration: 03:06