Sarada Scam: কাঁথি পুরসভা থেকে সারদার ফাইল ‘উধাও’, সুদীপ্ত সেনকে প্রায় ৩ ঘণ্টা ২০ মিনিট জেরা

Sarada Scam: কাঁথি পুরসভা থেকে সারদার ফাইল ‘উধাও’, সুদীপ্ত সেনকে প্রায় ৩ ঘণ্টা ২০ মিনিট জেরা

কাঁথি পুরসভা থেকে সারদার ফাইল উধাও হওয়ার অভিযোগে প্রেসিডেন্সি জেলে গিয়ে সারদা কর্তা সুদীপ্ত সেনকে জেরা করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। বেলা পৌনে ১২টা নাগাদ জেলে পৌঁছন কাঁথি থানার আইসি-সহ ৫ তদন্তকারী অফিসার। সুদীপ্ত সেনকে প্রায় ৩ ঘণ্টা ২০ মিনিট জেরা করা হয়। অভিযোগ ওঠে, শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী যখন কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন, সেইসময় কাঁথি পুর-এলাকায় নির্মাণকাজের অনুমতি পেতে মোটা অঙ্কের টাকা দেন সুদীপ্ত সেন। সম্প্রতি কাঁথি পুরসভা থেকে সারদা সংক্রান্ত সেই ফাইল উধাও হয়ে গিয়েছে বলে কাঁথি থানায় অভিযোগ জানান পুরসভার চেয়ারম্যান। তার প্রেক্ষিতেই সুদীপ্ত সেনকে জেরা পুলিশের। কাঁথি থানার আইসি জানিয়েছেন, কাঁথি পুর-এলাকায় নির্মাণকাজের অনুমতি পেতে বহু ব্যক্তিকে টাকা দেন সুদীপ্ত সেন। ৩ সপ্তাহের মধ্যে এসংক্রান্ত রিপোর্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে।


User: ABP Ananda

Views: 224

Uploaded: 2022-07-31

Duration: 03:10