ঝাড়খণ্ডের ৩ বিধায়কের ১০ দিনের সিআইডি হেফাজত

ঝাড়খণ্ডের ৩ বিধায়কের ১০ দিনের সিআইডি হেফাজত

ঝাড়খণ্ডের বিধায়কের গাড়ি থেকে উদ্ধার লাখ লাখ টাকা। এই অর্থের উৎস কোথায়? তা নিয়ে রীতিমতো জল্পনা তৈরি হয়েছে। গতকাল সারারাত ধরে চলে টাকা গোনা। ইতিমধ্যেই তিনি বিধায়ককে বরখাস্ত করেছে কংগ্রেস। তাঁদের গ্রেফতার করে পুলিশ। এবার এই বিপুল ধনরাশির উৎস খুঁজে পেতে এবার ঘটনার তদন্তে নামছে CBI। এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে।


User: EI Samay

Views: 0

Uploaded: 2022-07-31

Duration: 01:29

Your Page Title