'শান্তিপুরবাসীকে পরিচয়হীন করার চেষ্টা চলছে', বাড়ছে ক্ষোভ

'শান্তিপুরবাসীকে পরিচয়হীন করার চেষ্টা চলছে', বাড়ছে ক্ষোভ

সপ্তাহের প্রথমদিন সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, রাজ্যে ৭টি নতুন জেলা তৈরি হবে শীঘ্রই। তার একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। তালিকায় রয়েছে সুন্দরবন, ইছামতী, বসিরহাট, রানাঘাট, বিষ্ণুপুর, বহরমপুর এবং কান্দি। এদিকে জেলার নাম পরিবর্তন নিয়ে মঙ্গলবার সকাল সকাল পথে নামল শান্তিপুর। দাবি, শান্তিপুর থাকুক নদিয়াতেই।


User: EI Samay

Views: 0

Uploaded: 2022-08-02

Duration: 03:30

Your Page Title