Bansdroni: জিম করতে গিয়ে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, থানায় অভিযোগ দায়ের মৃতের পরিবারের। Bangla News

Bansdroni: জিম করতে গিয়ে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, থানায় অভিযোগ দায়ের মৃতের পরিবারের। Bangla News

জিম করতে গিয়ে কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করল মৃতের পরিবার। জিম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির ও হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অহেতুক সময় নষ্টের অভিযোগ করা হয়েছে। পরিবারের অভিযোগ, বাড়ির লোককে খবর দেওয়ার পর তারা জিমে আসা পর্যন্ত অপেক্ষা করা হয়েছে। পরিবারের সদস্যরাই এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের দাবি, হাসপাতাল জানায়, অন্তত এক ঘণ্টা আগে মৃত্যু হয়েছে।  উল্টোদিকে জিম কর্তৃপক্ষের দাবি, কোনও দেরি হয়নি। ঘটনার পরই CPR দেওয়া হয়। যা দরকার ছিল, তা-ই করা হয়েছে।


User: ABP Ananda

Views: 198

Uploaded: 2022-08-10

Duration: 03:18

Your Page Title