Kashmir Terror: স্বাধীনতা দিবসের আগে জম্মু কাশ্মীরের রাজৌরিতে সেনা ক্যাম্পে হামলার ছক।

Kashmir Terror: স্বাধীনতা দিবসের আগে জম্মু কাশ্মীরের রাজৌরিতে সেনা ক্যাম্পে হামলার ছক।

স্বাধীনতা দিবসের আগে জম্মু কাশ্মীরের রাজৌরিতে সেনা ক্যাম্পে হামলার ছক। এনকাউন্টারে নিহত ২ জঙ্গি। মৃত্যু হয়েছে ৩ জওয়ানের। সূত্রের খবর, গতকাল রাতে রাজৌরি থেকে ২৫ কিলোমিটার দূরে দারহাল এলাকায় পারগাল সেনা ক্যাম্পে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। সেনা ক্যাম্পের কাঁটাতারের বেড়া টপকে ভিতরে যাওয়ার চেষ্টা করে তারা। শুরু হয় গুলির লড়াই। তাতেই প্রাণ যায় ২ জঙ্গির। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।


User: ABP Ananda

Views: 77

Uploaded: 2022-08-11

Duration: 03:09

Your Page Title