মৎস্য ও প্রাণীসম্পদ খাতে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রভাব | BSAFE Foundation

মৎস্য ও প্রাণীসম্পদ খাতে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রভাব | BSAFE Foundation

একলাফে জ্বালানী তেল এর দাম বেড়েছে ৪২-৫২। বাংলাদেশের কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ খাতে এর প্রভাব নিঃসন্দেহে প্রকট। বাজারে মূল্য বৃদ্ধির তুঘলকি কান্ড ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কী অবস্থা মৎস্য ও প্রাণী সম্পদ খাতে? কী করণীয়? br কৃষি সংগঠক অধ্যাপক রেজা সিদ্দিক এর সঞ্চালনায় এ বিষয়ে মতামত তুলে ধরবেন মৎস্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডঃ সৈয়দ আরিফ আজাদ এবং বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইন্সটিটিউট এর সাবেক মহাপরিচালক এবং কৃষি গবেষণা ফাউন্ডেশন এর পরিচালক (মৎস্য ও প্রাণীসম্পদ) ডঃ নাথু রাম সরকার। br বিসেফ ফাউন্ডেশনের এই নাগরিক সংলাপে আপনিও অংশ নিন এবং তুলে ধরুন আপনার মতামত। ধন্যবাদ। নাগরিক শক্তির জয় হোক।br Live Talk Show Organized by BSAFE Foundationbr Enjoy and stay connected with us :


User: BSAFE TV

Views: 1

Uploaded: 2022-08-12

Duration: 47:23

Your Page Title