East Midnapur News: গেস্ট হাউস থেকে যুবকের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার

East Midnapur News: গেস্ট হাউস থেকে যুবকের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় গেস্ট হাউস থেকে যুবকের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা। পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। মৃতের কাছ থেকে মিলেছে আধার কার্ড। তাতে উল্লেখ, মৃত যুবক তমলুকের রাজনগর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, দিনদুয়েক আগে ওই গেস্ট হাউসে ওঠেন বছর ঊনত্রিশের যুবক। গতকাল গেস্ট হাউজের ঘর থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। তাদের অভিযোগ, গেস্ট হাউসে অসামাজিক কাজকর্ম হত। গেস্ট হাউসের মালিককে আটক করেছে পাঁশকুড়া থানার পুলিশ। সিল করে দেওয়া হয়েছে গেস্ট হাউস। 


User: ABP Ananda

Views: 29

Uploaded: 2022-08-13

Duration: 03:13