Ekhon Kolkata (3): বিরোধীদের মুখ বন্ধ করতে চাইছে কেন্দ্রীয় সরকার, তোপ মমতার। Bangla News

Ekhon Kolkata (3): বিরোধীদের মুখ বন্ধ করতে চাইছে কেন্দ্রীয় সরকার, তোপ মমতার। Bangla News

বেহালার সভা থেকে কেন্দ্রীয় সরকারকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিরোধীদের মুখ বন্ধ করার অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, 'বিরোধীদের মুখ বন্ধ করা হলে বলব কি রাজনৈতিক স্বাধীনতা আছে? অর্থনৈতিক স্বাধীনতা আছে কি?’ তাঁর আরও অভিযোগ,  'সব সরকারি সংস্থা বিক্রি হয়ে যাচ্ছে, কটা ইডি-সিবিআই হয়েছে? আমরা আয়কর দেওয়া লোক, কেউ জন্মেই চাকরি করেন না।' মমতা বলেন, ‘সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কথা বলছেন, মানে আমাকে ভয় পাচ্ছেন। অনুব্রতকে গ্রেফতার করলেন কেন? কী করেছিল কেষ্ট? কেষ্টকে জেলে আটকালে কী হবে?’


User: ABP Ananda

Views: 174

Uploaded: 2022-08-14

Duration: 12:25