Tmc Khela Hobe: আজ রাজ্যজুড়ে খেলা হবে দিবস পালন করছে তৃণমূল। Bangla News

Tmc Khela Hobe: আজ রাজ্যজুড়ে খেলা হবে দিবস পালন করছে তৃণমূল। Bangla News

আজ রাজ্যজুড়ে খেলা হবে দিবস পালন করছে তৃণমূল। ১৪ অগাস্ট বেহালায় গিয়ে দলের তরফে খেলা দিবস পালনের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে এই দিনে সভা, মিছিল, কোথাও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের তরফেও রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা, ৬টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড, ২৩টি জেলা সদর, জিটিএ এবং IFA অনুমোদিত সমস্ত ক্লাব ও সংস্থায় খেলাধুলোর মাধ্যমে আজ খেলা হবে দিবস পালন করা হবে। 


User: ABP Ananda

Views: 1

Uploaded: 2022-08-16

Duration: 03:26

Your Page Title