TET Scam: ৩ মাসের মাথায় খুইয়েছিলেন চাকরি, ফিরে পেয়ে কী জানালেন মিরাজ? Bangla News

TET Scam: ৩ মাসের মাথায় খুইয়েছিলেন চাকরি, ফিরে পেয়ে কী জানালেন মিরাজ? Bangla News

শিলিগুড়ির ববিতা সরকারের পর মালদার মিরাজ শেখ। ফের হাইকোর্টের নির্দেশে চাকরি ফেরত পেলেন এক শিক্ষক। ইংরেজবাজারের মিরাজ শেখের দাবি, ২০১৪-য় প্রাথমিক শিক্ষক পদে আবেদন জানিয়ে, ২০২১-এর ডিসেম্বরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি প্রাইমারি স্কুলে শিক্ষক পদে যোগ দেন। অভিযোগ, ২০২২-এর জানুয়ারিতে বেতন পাননি। ফেব্রুয়ারি মাসে কলকাতায় এসে প্রাথমিক শিক্ষা পর্ষদের তত্কালীন সভাপতি মানিক ভট্টাচার্যর সঙ্গে দেখা করেও মেলেনি সমাধান। এরপরই নিয়োগের মাত্র সাড়ে ৩ মাসের মাথায় ওই শিক্ষকের চাকরি চলে যায়। মে মাসে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মিরাজ। সেই মামলার প্রেক্ষিতেই গতকাল ওই শিক্ষককে দ্রুত পুনর্বহালের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।


User: ABP Ananda

Views: 737

Uploaded: 2022-08-17

Duration: 05:25

Your Page Title