Visva-Bharati University: দুর্নীতি নিয়ে অনুব্রতকে নিশানা, বিশ্বভারতীর উপাচার্যর ভাইরাল মন্তব্য ঘিরে বিতর্ক

Visva-Bharati University: দুর্নীতি নিয়ে অনুব্রতকে নিশানা, বিশ্বভারতীর উপাচার্যর ভাইরাল মন্তব্য ঘিরে বিতর্ক

বিশ্বভারতীর উপাচার্যর ভাইরাল হওয়া মন্তব্য ঘিরে বিতর্ক। নাম না করে দুর্নীতি নিয়ে অনুব্রত মণ্ডলকে নিশানা। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন, কোভিডের সময় বিশ্বভারতীর তরফে গিয়ে দেখে এসেছি গ্রামের কী হতদরিদ্র অবস্থা। অথচ এই বীরভূমেই বোলপুর শহরে কিছু লোকের পেট ফুলেফেঁপে বড় হয়ে উঠছে পয়সা রোজগার করে, সেখানে তাদের সমর্থনও আছে। উপাচার্য বিজেপি সাজার চেষ্টা করছেন, আক্রমণ তৃণমূলের। বাস্তব কথাই বলেছেন, পাল্টা উপাচার্যকে সমর্থন বিজেপির। রাজনীতি টেনে এনে আশ্রমের পরিবেশ দূষিত করা হচ্ছে, বিশ্বভারতীর উপাচার্যের মন্তব্যের সমালোচনায় সরব আশ্রমিকরা। ভাইরাল হওয়া ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।


User: ABP Ananda

Views: 332

Uploaded: 2022-08-18

Duration: 05:27

Your Page Title