Twin Tower: ধুলোয় ধূলিসাৎ টুইন টাওয়ার

Twin Tower: ধুলোয় ধূলিসাৎ টুইন টাওয়ার

‘অপারেশন ডিনামাইট’ সফল। ন'সেকেন্ডের মধ্যেই সম্পূর্ণ গুঁড়িয়ে গেল টুইন টাওয়ার। এই জোড়া অট্টালিকার বেআইনি নির্মাণ নিয়ে ন’বছর আগে আদালতে মামলা ওঠে। এলাহাবাদ হাই কোর্ট থেকে জানানো হয়, এই নির্মাণ অবৈধ।ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী, বহুতলের দু’টি টাওয়ারের মধ্যবর্তী দূরত্ব হওয়া উচিত ১৬ মিটার। কিন্তু ‘সুপারটেক’ সংস্থা এই বহুতল নির্মাণের ক্ষেত্রে নিয়ম মানেনি। ‘অ্যাপেক্স’ ও ‘সিয়েন’— এই দুই টাওয়ারের মাঝের দূরত্ব রাখা হয়েছিল ন’মিটারেরও কম। তাই ভাঙার নির্দেশ দেয় হাই কোর্ট। পরে মামলা সুপ্রিম কোর্টে ওঠে। ২০২২ সালের ১২ অগাস্ট শীর্ষ আদালতও নির্দেশ দেয়, ২৮ অগাস্ট নয়ডার এই বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে। সেই নির্দেশ মেনেই গুঁড়িয়ে দেওয়া হল টুইন টাওয়ার। ৩,৭০০ কেজি বিস্ফোরক এই বহুতলেরbr ভিতরে ভরা হয়েছিল


User: EI Samay

Views: 1

Uploaded: 2022-08-28

Duration: 01:23

Your Page Title