চা-বাগানে চিতাবাঘের শাবক

চা-বাগানে চিতাবাঘের শাবক

বাগানে চা পাতা তুলতে গিয়ে চোখ কপালে শ্রমিকদের। চা বাগানের নালায় ঘুরে বেড়াচ্ছে তিনটি চিতাবাঘের শাবক! এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির ডুয়ার্সের গ্যান্দ্রাপাড়া চা-বাগানে। br বানারহাট ব্লকের গ্যান্দ্রাপাড়া চা বাগানের নর্থ ডিভিশনের একটি নালায় শাবকগুলিকে দেখতে পান কর্মরত শ্রমিকেরা। তা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বিন্নাগুড়ি বন্যপ্রাণ দফতরের কর্মীরা। br বন দফতর সূত্রে খবর, শাবকগুলিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আশঙ্কা, চা বাগান এলাকায় আরও চিতাবাঘ থাকতে পারে। যার জেরে শ্রমিকদেরও আপাতত সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না।


User: Anandabazar Online

Views: 7.9K

Uploaded: 2022-09-09

Duration: 01:19

Your Page Title