বাইক নিয়ে উন্মাদনাই কি ডেকে আনছে অকাল মৃত্যু !

বাইক নিয়ে উন্মাদনাই কি ডেকে আনছে অকাল মৃত্যু !

তরুণ প্রজন্মের অনেকের মধ্যেই বাইক নিয়ে লাদাখ যাওয়ার স্বপ্ন থাকে। আর সেই স্বপ্নই দেখেছিলেন সুখেন্দু মণ্ডলও। কিন্তু ১৯ বছরের ছেলের বাইক নিয়ে লাদাখ যাওয়ার কথা মেনে নিতে পারেননি মা-বাবা। তীব্র আপত্তি জানালেও, ছেলের জেদের কাছে হার মানতেই হয়েছিল তাঁদের। ১৯ বছরের ছেলে বাইক নিয়ে লাদাখ পাড়ি দেয়। তারপর আর ফেরা হয়নি সুখেন্দুর। বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর।


User: EI Samay

Views: 0

Uploaded: 2022-09-17

Duration: 06:52

Your Page Title