উপদেশ | রামকৃষ্ণকথামৃত | বাণী | Iswar Katha | Ramkrishna | Kathamrita | रामकृष्ण: | बचनामृत |পর্ব-5

উপদেশ | রামকৃষ্ণকথামৃত | বাণী | Iswar Katha | Ramkrishna | Kathamrita | रामकृष्ण: | बचनामृत |পর্ব-5

Shree Shree Ramkrishna kathamrita Upadesh & Bani episode--05 by Just Indian- Benglabr In this video serise you can learn most used Shree Shree Ramkrishna's Banis, upedesheh,and life lessions ... which are never not-relevant in daily lifes..br br br br Video highlights:-br জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে , যোগীরা তাঁকেই আত্মা বলে , আর ভক্তেরা তাঁকেই ভগবান বলে । একই ব্রাহ্মণ । যখন পূজা করে , তখন সে পূজারী ; যখন রাঁধে , তখন রাঁধুনি বামুন । br ব্রহ্ম আর শক্তি অভেদ । ব্রহ্মকে ছেড়ে শক্তিকে , বা শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না । নিত্যকে ছেড়ে লীলা , আর লীলাকে ছেড়ে নিত্য , ভাবা যায় না !br এই শক্তিই হল কালী, আবার তিনিই পরম ব্রহ্ম । তিনি নানাভাবে লীলা করছেন । তিনিই মহাকালী, নিত্যকালী , শ্মশানকালী , রক্ষাকালী, শ্যামাকালী । মহাকালী , নিত্যকালীর কথা , তন্ত্রে আছে । যখন সৃষ্টি হয় নাই ; চন্দ্র, সূর্য, গ্রহ ,পৃথিবী, ছিল না ; নিবিড় আঁধার ; তখন মা নিরাকারা -- মহাকালী , মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন । br শ্যামা কালীর অনেকটা কোমল ভাব --- বরাভয়দায়ীনি । -- গৃহস্থ বাড়িতে তাঁরই পূজা হয় । যখন মহামারী , দুর্ভিক্ষ , ভূমিকম্প , অনাবৃষ্টি , অতিবৃষ্টি হয় ; রক্ষাকালী পূজা করতে হয় । শ্মশানকালীর সংহার মূর্তি । শব্ , শিবা ,ডাকিনী ,যোগিনী মধ্যে , শ্মশানের উপর থাকেন । রুধিরধারা , গলায় মুণ্ডমালা , কোটিতে হস্তের নর কোমরবন্ধ । যখন জগৎ নাশ হয় , মহাপ্রলয় হয় তখন মা সৃষ্টির সকল বীজ কুড়িয়ে রাখেন । br দেখবে বাড়িতে গিন্নিমার কাছে ঐরকম একটা হাঁড়ি থাকে। তাতে কি নেই -- সমুদ্রের ফেনা ,নীলবড়ি , ছোট ছোট পুঁটুলিতে শসা বিচি , কুমড়ো বিচি, -- সব রাখা আছে । তোমরা হাসছ ! মা ব্রহ্মময়ী, সৃষ্টিনাশএর পর , ওই রকম করে সৃষ্টির সব বীজ কুড়িয়ে রাখেন । সৃষ্টির পর , আদ্যা শক্তি জগতের ভিতরেই থাকেন । জগত প্রসব করেন , আবার জগতের মধ্যেই থাকেন । যেমন , মাকড়শা আর তার জাল । মাকড়শা ভিতর থেকে জাল বার করে , আবার নিজেই সেই জালের ভিতর থাকে । ঈশ্বর জগতের আধার , আধেয় দুইই ।br br br br If you like this type of content do subscribe to this channel for more this type content .. which is absolutely free of cost ....br br Tags:- #শ্রীশ্রীরামকৃষ্ণ #কথামৃত #উপদেশ #বাণী #কামারপুকুর #জয়রামবাটি #মাসারদা #বিবেকানন্দ #বেলুরমাঠ #দক্ষিণেশ্বর br br br Thank You..


User: Bhakti Sagar

Views: 3

Uploaded: 2022-12-04

Duration: 03:20

Your Page Title