শীতে শরীর গরম রাখে, কাশ্মীরে ‘হরিশা’ খেতে দোকানে দোকানে ভিড়

শীতে শরীর গরম রাখে, কাশ্মীরে ‘হরিশা’ খেতে দোকানে দোকানে ভিড়

কাশ্মীর উপত্যকার প্রবল শীতে পছন্দের খাবারের তালিকায় জায়গা করে নিয়েছে ‘হরিশা’। ‘মট’ নামক মাটির পাত্রে ভাত ও মাংসের সংমিশ্রণে প্রায় ১৭-১৮ ঘণ্টা ধরে রান্না করা এই খাবারে আছে উচ্চ ক্যালোরি ও প্রোটিন, যা কাশ্মীরের ঠান্ডায় শরীর গরম রাখতে সাহায্য করে। শীতের আবহে কাশ্মীরের দোকানে দোকানে তাই ‘হরিশা’র জন্য উপচে পড়ছে ভিড়। এই বিপুল চাহিদার ফলে দোকানগুলি কর্মসংস্থানের ক্ষেত্র হয়ে উঠেছে।


User: Anandabazar Online

Views: 3

Uploaded: 2023-01-10

Duration: 01:23

Your Page Title