On the event of going to the Federation Cup All India Karate Championship 2024.

On the event of going to the Federation Cup All India Karate Championship 2024.

আগামী ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ইংরেজি তারিখ রবিবার। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ স্টেশন রোড সংলগ্ন, প্রতাপ গড়ের কাছে অবস্থিত, তুলসী সদন (হাদি হল) -এ অনুষ্ঠিত হতে চলা। সোতকান ক্যারাটে ডু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আয়োজিত, ফেডারেশন কাপ অল ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ-২০২৪ -এ, জাতীয় মানে ক্যারাটে কোচ, তথা অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ডু ফেডারেশন -র সাধারণ সম্পাদক, শ্রীমান বিক্রমাদিত্য বর্মনের ক্যারাটে ছাত্র, অসীম মন্ডল বাংলা দলের হয়ে, সাব-জুনিয়ার বিভাগের, অনূর্ধ্ব ১৩ বছর বয়সে, ২৮ কেজি ওয়েট ক্যাটাগরিতে, কাতা এবং কুমিতে ইভেন্টে অংশগ্রহণ করতে চলেছে।


User: All Bengal Sports Karate-Do-Federation

Views: 5

Uploaded: 2024-02-15

Duration: 03:20

Your Page Title