Hibiscus Tea Nutritional Agents | জবা ফুলের অজানা তথ্য | Voice Of Agro

Hibiscus Tea Nutritional Agents | জবা ফুলের অজানা তথ্য | Voice Of Agro

জবা ফুল যেমন প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি বিভিন্ন রোগের প্রতিরোধক হিসেবেও দারুণ কাজ করে!br br গবেষণায় দেখা গেছে যে, জবা ফুলের চা অর্থাৎ হিবিস্কাস টি রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রাখে কারণ এটি রক্তনালীর প্রসারণ ঘটিয়ে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সহায়তা করে।br br আর এই জবা ফুলের অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য লিভারের জন্য খুবই উপকারী। এটি লিভার থেকে টক্সিন বের করে এবং লিভারের সঠিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে।br br এবং জবা ফুলের নির্যাস মেটাবলিজম বৃদ্ধি করে, যা ওজন কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত হিবিস্কাস টি পানে ফ্যাট জমার প্রবণতা কমে যায়।br br এছাড়াও জবা ফুলের অ্যান্টি-ইনফ্লামেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণাগুণ সর্দি-কাশি ও ঠান্ডা লাগা কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে।br br তাই হার্ট, লিভার ও ফুসফুসের সুরক্ষার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য নিয়মিত জবা ফুলের চা পান করতে পারেন!br br #জবাফুল #hibiscustea #nutrition #herb #naturalremedies #plants #medicinalplants #nutritionknowledge #fyp #foryou #fy #trending #viral #agriculture #farming #gardening #voiceofagro #physicianabdurrouf


User: Voice Of Agro

Views: 1

Uploaded: 2024-12-03

Duration: 01:28

Your Page Title