Ms Excel basic Tutorial

Ms Excel basic Tutorial

এক্সেল এর বেসিক পরিচিতি | Ms Excel basic Tutorial br এক্সেল (Excel) একটি শক্তিশালী স্প্রেডশিট প্রোগ্রাম, যা মাইক্রোসফট কর্পোরেশন তৈরি করেছে। এটি মূলত ডেটা সংরক্ষণ, বিশ্লেষণ এবং গণনার জন্য ব্যবহৃত হয়। এক্সেল ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারী সহজে সংখ্যাগত তথ্য হিসাব করতে, চার্ট তৈরি করতে, এবং বিভিন্ন ফর্মুলা প্রয়োগ করে বিশ্লেষণ করতে পারে।br এক্সেল-এর বেসিক পরিচিতি:br br ১. Workbook এবং Worksheetbr br Workbook: এক্সেলের একটি ফাইলকে Workbook বলা হয়। একাধিক Worksheet থাকে একটি Workbook-এ।br Worksheet: প্রতিটি শীট একটি বড় গ্রিড, যেখানে কলাম (Column) ও সারি (Row) থাকে।br br ২. Row ও Columnbr br Column: খাড়া দিকের ডাটা – A, B, C, … হিসাবে চিহ্নিত।br Row: আড়াআড়ি দিকের ডাটা – 1, 2, 3, … হিসাবে চিহ্নিত।br br ৩. Cellbr br Row ও Column যেখানে একে অপরকে কাট করে, তাকে Cell বলে। প্রতিটি সেলের একটি ঠিকানা থাকে যেমন A1, B2 ইত্যাদি।br br ৪. Ribbonbr br এক্সেলের উপরের দিকে যে অংশে বিভিন্ন টুলস এবং অপশন থাকে, তাকে Ribbon বলা হয়। এতে Home, Insert, Page Layout, Formulas ইত্যাদি ট্যাব থাকে।br br ৫. Formula Barbr br যেখানে আপনি ফর্মুলা লিখতে পারেন। যেমন =SUM(A1\:A5) লিখলে A1 থেকে A5 পর্যন্ত সকল সংখ্যার যোগফল পাওয়া যাবে।br br ৬. Basic FunctionsFormulabr br SUM: যোগফল বের করে – `=SUM(A1:A5)`br AVERAGE: গড় নির্ণয় – `=AVERAGE(B1:B5)`br MAXMIN: সর্বোচ্চ বা সর্বনিম্ন মান – `=MAX(C1:C5)`, `=MIN(C1:C5)`br IF: শর্তযুক্ত ফর্মুলা – `=IF(A150, "Pass", "Fail")`br br br br br br br br DISCLAMIMER :- br This Channel does not promote any illegal product, content, or platform, and doesn’t encourage any kind of prohibited activities. All contents provided by this channel are meant for EDUCATIONAL purposes only.


User: Village Computer Education

Views: 5

Uploaded: 2025-05-09

Duration: 07:11

Your Page Title