তৃতীয় দিনের মতো অবরুদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

By : Somoy Media Limited

Published On: 2012-10-04

25 Views

00:53

সময়নিউজ.টিভি: , , তারিখঃ 2012-10-04
রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে তৃতীয় দিনে মতো অবরুদ্ধ হয়ে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি'র বেশকিছু নেতাকর্মী। এর মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলা একটার দিকে সেখানে এসেছেন।

এদিকে হামলা-মামলা করে সরকার বিরোধী দলকে নাজেহাল করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। মঙ্গলবার বিকেল থেকে পুলিশ বিএনপি কার্যালয়ের বাইরে অবস্থান নিলে দলের শ' খানেক নেতাকর্মী অবরুদ্ধ হয়ে পড়েন। মূলত গ্রেফতার এড়াতেই তারা কার্যালয়ের বাইরে আসছেন না।

সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহল কবীর রিজভী। তিনি বলেন, এ ধরনের আচরণ কোনো গণতান্ত্রিক দেশের দৃষ্টান্ত হতে পারে না।

http://www.somoynews.tv/details.php?id=523

Trending Videos - 3 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 3, 2024