বিখ্যাত কবি ও সাহিত্যিকদের জন্ম, মৃত্যু ও ছদ্মনাম

By : SANJAY TUTORIAL CENTRE KARDAHA DAKSHIN DINAJPUR

Published On: 2020-07-02

4 Views

05:48

                       ছদ্মনাম



১. হাতুড়ি - প্রমথনাথ বিশী।

২. স্ফুলিঙ্গ সমাদ্দার - শক্তি চট্টোপাধ্যায়।

৩. শ্রীসঞ্জীব - শম্ভু মিত্র।

৪. শ্বেত কৃষ্ণ - কিন্নর রায়।

৫. শঙ্কর উপাধ্যায় - আশুতোষ মুখোপাধ্যায়।

৬. শিবপ্রসাদ শর্মা - রাজা রামমোহন রায়।

৭. লেখকরাজ সামন্ত - শৈলজানন্দ মুখোপাধ্যায়।

৮. লীলাময় রায় - অন্নদাশঙ্কর রায়।

৯. রৈবতক - অজিত দত্ত।

১০. রাধামণি দেবী - প্রভাতকুমার মুখোপাধ্যায়।

১১. যজ্ঞেশ্বর দাস - মুকুন্দ দাস।

১২. যুবনাশ্ব - মনীশ ঘটক।

১৩. মৌমাছি - বিমল ঘোষ।

১৪. ভ্রমর - সমরেশ বসু।

১৫. ব্রহ্মবান্ধব উপাধ্যায় - ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়।

১৬. বৈবাহিক - বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র।

১৭. ফা-হিয়েন - গৌরকিশোর ঘোষ।

১৮. প্রিয়দর্শী - সৈয়দ মুজতবা আলী।

১৯. নীহারিকা দেবী - অচিন্ত্যকুমার সেনগুপ্ত।

২০. ধনঞ্জয় বৈরাগী - তরুণ রায়।

২১. দৌবারিক - নিখিল সরকার।

২২. ত্রিশঙ্কু - শরৎকুমার মুখোপাধ্যায়।

২৩. তুজম্বর আলি - জসীমুদ্দিন।

২৪. ডাঃ বাসুদেব - রামানন্দ চট্টোপাধ্যায়।

২৫. টিমোথি পেনপোয়েম - মাইকেল মধুসূদন দত্ত।

২৬. জ্যোৎস্না রায় - জ্যোতিরিন্দ্র নন্দী।

২৭. চিরঞ্জীব শর্ম্মা - কেশবচন্দ্র সেন।

২৮. গোপালক মজুমদার - নারায়ণ সান্যাল।

২৯. কেয়া মিত্র - অদ্রীশ বর্ধন।

৩০. ওমর খৈয়াম - সৈয়দ মুজতবা আলী।

৩১. এক কলমী - পরিমল গোস্বামী।

৩২. উত্তম পুরুষ - সন্তোষ কুমার ঘোষ।

৩৩. ইন্দ্র মিত্র - অরবিন্দ গুহ।

৩৪. আবোল তাবোল সেন - সজনীকান্ত দাস।

৩৫. অশীতিপর শর্ম্মা - সত্যেন্দ্রনাথ দত্ত।

৩৬. সুলতানা চৌধুরী - কবিতা সিংহ।

৩৭. হর্ষবর্ধন - আনন্দ বাগচী।

৩৮. সুপান্থ - সুবোধ ঘোষ।

৩৯. শ্রীবৎস - বিনয় ঘোষ।

৪০. সুনন্দ - নারায়ণ গঙ্গোপাধ্যায়।

৪১. বিপ্রতীপ গুপ্ত - যতীন্দ্রনাথ সেনগুপ্ত।

৪২. সুজন পাঠক - সুনীল গঙ্গোপাধ্যায়।

৪৩. শ্রীপান্থ - নিখিল সরকার।

৪৪. পথিক - নরেশ্চন্দ্র জানা।

৪৫. সুচরিতা - অন্নদাশঙ্কর রায়।

৪৬. শ্রীজ্ঞান দীপঙ্কর - গজেন্দ্রকুমার মিত্র।

৪৭. গগন হরকরা - ভবানী মুখোপাধ্যায়।

৪৮. সমুদ্র গুপ্ত - পূর্ণেন্দু পত্রী।

৪৯. শিবপ্রসাদ দাস - রাজা রামমোহন রায়।

৫০. সমীরন সিংহ - তপোবিজয় ঘোষ।

৫১. শ্যাম রায় - সুকুমার রায়।

৫২. লীলাবান - বলাইচাঁদ মুখোপাধ্যায়।

৫৩. রূপদর্শী - গৌরকিশোর ঘোষ।

৫৪. শঙ্কর - মনিশঙ্কর মুখোপাধ্যায়।

৫৫. সত্যপীর - সৈয়দ মুজতবা আলী।

৫৬. সত্যসুন্দর দাস - মোহিতলাল মজুমদার।

৫৭. রূপচাঁদ পক্ষী - শক্তি চট্টোপাধ্যায়।

৫৮. রায় পিথৌরা - সৈয়দ মুজতবা আলী।

৫৯. যাযাবর - বিনয় মুখোপাধ্যায়।

৬০. রসিমোল্লা - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

৬১. রামচন্দ্র - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৬২. মৈনাক চট্টোরাজ - কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়।

৬৩. রামচন্দ্র দাস - রাজা রামমোহন রায়।

৬৪. মুসাফির - প্রভাতকুমার মুখোপাধ্যায়।

৬৫. ভীষ্মদেব খোসনবিশ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৬৬. মুকুটাচরন মিত্র - গিরিশ্চন্দ্র ঘোষ।

৬৭. ভবানী পাঠক - সুবোধ ঘোষ।

৬৮. বৈকুন্ঠ শর্ম্মা - সৌরিন্দ্রমোহন মুখোপাধ্যায়।

৬৯. বেদুইন - দেবেশ রায়।

৭০. বেতাল ভট্ট - কালিদাস রায়।

Trending Videos - 2 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 2, 2024