১৪ ঘন্টার চেষ্টায় ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার ২ শ্রমিকের দেহ

By : ANM News

Published On: 2020-08-19

0 Views

03:31

দীর্ঘ ১৪ ঘণ্টা উদ্ধারকার্যের পর ভূমিরাজস্ব দফতরের ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হল দুই শ্রমিকের মৃতদেহ। জানা গিয়ছে মৃতদের নাম রাম সরেন ও শুভদীপ প্রামাণিক।
প্রসঙ্গত মঙ্গলবার বিকেলে হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মেদিনীপুর শহরের কেরানিতলার ভূমিরাজস্ব দফতরের এক অতি পুরনো বিল্ডিং। সেই সময় পুরোনো এই ভবন থেকে নতুন ভবনে বিভিন্ন রকমের কাগজপত্র, নথিপত্র সরানোর কাজ করছিলেন ২৫ জন অস্থায়ী শ্রমিক।
হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিল্ডিংয়ের হলঘরের ছাদটি। সেই সময় অন্যান্য শ্রমিকরা বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেও বেরোনো সম্ভব হয়নি শুভদীপ ও রাম সোরেন নামে দুই শ্রমিকের পক্ষে। রাতভর দুই শ্রমিকের খোঁজে পর্কলেন ও আর্থ মুভারের সাহায্যে কাজ করে NDRF, রাজ্য পুলিশের DMG, দমকল বাহিনী ও সিভিল ডিফেন্সের কর্মীরা। অবশেষে ভোর তিনটে নাগাদ প্রথমে উদ্ধার হয় শুভদীপ প্রামাণিকের দেহ। তার ঘণ্টাখানেক পরে ধ্বংসস্তূপের নিচ থেকে থ্যাঁতলানো অবস্থায় দেহ উদ্ধার হয় রাম সরেনের। দুটি দেহকেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।

Trending Videos - 8 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 8, 2024