রেশনের চালে ‘আরশোলা, সিমেন্ট, পোকা’, শুরু তদন্ত

By : ANM News

Published On: 2020-09-06

0 Views

00:15

ফের রেশন দুর্নীতির অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেছেদাতে। অভিযোগ তপন রেরা নামে ঐ রেশন ডিলার রেশনের চাল সাধারণ মানুষের কাছে বন্টন করার সময় দেখতে পান ঐ চাল খুব নিম্নমানের এবং চালের মধ্যে রয়েছে মৃত আরশোলার বিষ্ঠা, সিমেন্টের গুড়ো এবং অজস্র চালের পোকা।

তাই দেখে রেশন গ্রাহকেরা বিক্ষোভ দেখান এবং জেলা খাদ্য কর্মাধ্যক্ষ সীরাজ খানকে ফোন মারফৎ খবর দেন। খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান ফোনে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন এবং পুরো ব্যাপারটা খতিয়ে দেখেন। রেশন ডিলার খাদ্য কর্মাধ্যক্ষের কাছে অভিযোগ করেন রাইস গোডাউন থেকে যে ৪৮ বস্তা চাল এসেছে ঐ সমস্ত চাল অত্যন্ত নিম্নমানের। এরপর খাদ্য কর্মাধ্যক্ষ সীরাজ খান ঐ রাইস মিলের মালিককে ফোন করেন এবং অবিলম্বে সমস্ত নিম্নমানের চাল ঐ ডিলারের কাছ থেকে নিয়ে গিয়ে নতুন চাল পাঠানোর নির্দেশ দেন।

ভবিষ্যতে আর যেন এই ধরনের ভুল না করেন তার জন্য ঐ রেশন ডিলার ও রাইস মিলের মালিককে সাবধান করেন। ভবিষ্যতে এই ভুল হলে তিনি কঠোরতম ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দেন ঐ রেশন ডিলার ও রাইস মিলের মালিককে।

Trending Videos - 30 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 30, 2024